উখরায় দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘সহজপাঠ’ এর সদস্যরা
‘’সহজপাঠ’ একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পশ্চিম বর্ধমান জেলার উখরা এলাকায় আজ অর্থাৎ মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল সব্জি সহ ফল।
পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াশুনোর প্রশিক্ষণ ( ফ্রি টিউশন ) দেওয়া হয়, পাশাপাশি দেওয়া হয় মিড ডে মিলের খাবারও। বর্তমানে ওই সংস্থার ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০জন। লক ডাউনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে টিউশন ও মিড ডে মিল। তাই এই অসময়ে ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারগুলির পাশে দাঁড়ালের সংস্থার সদস্যরা। এদিন ছাত্র ছাত্রীদের হাতে সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১/২কিলো মুসুর ডাল, ১২টি ডিম ও ফল।
সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সংস্থার ছাত্রছাত্রীরা সবাই আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের। এদের অভিভাবকেরা দিনমজুরির কাজের সাথে যুক্ত। লক ডাউনের কারনে বর্তমানে সব কাজ বন্ধ। তাই পরিবারগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । আগামী দিনেও আমরা ওদের পাশে থাকবো বলে।”