কাঁকসায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাংচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯এপ্রিলঃ
কাঁকসার বসুধায় বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
প্রসঙ্গতঃ গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে কাঁকসার বসুধা। বৃহস্পতিবার তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
রাত পার হওয়ার পরই শুক্রবার সকালে বিজেপি কর্মীরা সকালে এসে দেখেন রাস্তার ধারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করা পরে রয়েছে। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে ভাঙচুর করে দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে তৃণমূল ভাবছে তারা নির্বাচনে জিতে যাবে।ইতিমধ্যেই ওই এলাকায় বিজেপি নিজের সংগঠন তৈরি করেছে এবং ওই এলাকার মানুষ বিজেপিকে সমর্থন করছে দেখে তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের কাজ করেছে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।