রাতের অন্ধকারে পান্ডবেশ্বরে তৃণমূলের কার্যালয়ে ভাঙ্গচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২জানুয়ারীঃ
তৃণমূলের একটি দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর ব্লকের ৭/৯ নম্বর ছোঁড়া কোলিয়ারি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , ইসিএলের ছোড়া কোলিয়ারির ৭/৯ নম্বর পিট এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে আদর্শ যুব সমিতির নামে তৃণমূলের একটি শাখা কার্যালয়। সেই কার্যালয়টি থেকে কাজ চালাতেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীরা। অভিযোগ শুক্রবার রাতে একদল দুষ্কৃতী কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয় কার্যালয়ের চেয়ার টেবিল।
তৃণমূল নেতা রবীন্দ্র যাদব অভিযোগ করেন ভাঙচুরের ঘটনায় বিজেপি জড়িত। রাতের অন্ধকারে কার্যালয়টিতে যখন হামলা হয় সেই সময় ইসিএলের নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। দুষ্কৃতীরা সেটি পুলিশের গাড়ি ভেবে এলাকা থেকে চম্পট দেয়। স্থানীয় তৃণমূল নেতা করুণ মন্ডল বলেন এলাকায় সন্ত্রাস ছড়াতে বিজেপির দুষ্কৃতীরা এই কাজ করেছে।
ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পাণ্ডবেশ্বর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানান এই ঘটনায় বিজেপির কোন যোগ নেই। এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেন লক্ষনবাবু।