দুর্গাপুরে দলীয় কর্মীর দোকানে ভাঙচুরের অভিযোগ ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে
আমার কথা, দুর্গাপুর, ৫ মে:
এবার তৃণমূল কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ খোদ দলের যুব শাখার ওয়ার্ড সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, এখানেই থেমে থাকেনি তারা, দোকান মালিক তৃণমূল কর্মী সঞ্জয় গড়াইয়ের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টাও করা হয়, মারধর করা হয় তার ছেলেকেও, আর পুরো ঘটনাটির নেতৃত্বে দলের যুব শাখার ওয়ার্ড সভাপতি প্রসেনজিত মহাদানি ওরফে বাপন মহাদানি ও তার দলবল জড়িত বলে অভিযোগ।
দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত করঙ্গপাড়া রোডের এই ঘটনায় এখন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমান জেলা সফরের আগে ব্যাপক বিড়ম্বনাতে পড়েছে রাজ্যের শাসক দল।
এইভাবে দুষ্কৃতীরা দলে ঢুকে সমাজবিরোধীদের ভূমিকা নিলে দুর্গাপুর নগর নিগম নির্বাচনের আগে দল ব্যাপক সংকটে পড়বে বলে দাবি তৃনমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সমীরন পালের।
যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দুর্গাপুরের তিন নম্বর ব্লক সভাপতি ভীমসেন মন্ডলের। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার বিকেলে, তৃণমূলের তিন নম্বর ব্লকের অধীন ৩০ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানির নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় সঞ্জয় গড়াই নামে তৃণমূল কর্মীর দোকানে গিয়ে কুড়ি টাকা দিয়ে কখনো তিরিশ টাকা, কখনো একশো টাকার জিনিস দাবি করতে থাকে বলে অভিযোগ। প্রতিবাদ করাতে আচমকাই ওই ওয়ার্ডের যুব সভাপতি প্রসেনজিত মহাদানি ওরফে বাপন মহাদানির নেতৃত্বে তার দলবল মদ্যপ অবস্থায় দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি দোকান মালিক সঞ্জয় গড়াইয়ের স্ত্রী ও তার ছেলেকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।
সমস্ত অভিযোগ অস্বীকার করলেও,সংবাদমাধ্যামের ক্যামেরার সামনে কোনোরকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি অভিযুক্ত প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানি। শাসক দলের নেতৃত্বের এমন দাদাগিরিতে সুর চড়িয়েছে বিরোধীরা।
বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিত দত্ত বলেন, কাটমানির ভাগাভাগির লড়াইয়ে এই কর্মকান্ড। এ লজ্জা তৃণমূলের।
সুর সপ্তমে তুলে জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকারের জানান, এটাই তৃণমূলের নব জোয়ার।
সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমান জেলা সফরের আগে তৃণমূল এক যুব নেতার এমন দাদাগিরিতে বেশ বিড়ম্বনাতে শাসক শিবির।