উচ্ছেদের পর সিটিসেন্টারের সেই হকারদেরই পুনর্বাসনের উদ্যোগ এডিডিএয়ের
আমার কথা, দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারীঃ
নাগরিক উন্নয়ণের স্বার্থে একের পর এক নানা কর্মসূচী নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ। এডিডিএ-এর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সোমবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের অধীন ১০টি বিধানসভা, ২টি পুরসভা ও ৮টি ব্লকের আওতাধীন এলাকাগুলিতে বসবাসকারী বাসিন্দাদের জন্য যে সকল কর্মসূচী গ্রহণ করেছে সেই সকল কর্মসূচীর কথা তুলে ধরেন। এডিডিএয়ের অধীনে বসবাসকারী নাগরিকদের জন্য রাস্তাঘাট, নিকাশী, অফিস, স্কুল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির আরো উন্নত পরিষেবার লক্ষ্যে যে সকল কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানান তাপস ব্যানার্জী তার মধ্যে অন্যতম হল পুনর্বাসন। এডিডিএয়ের অধীনে যে সকল সরকারী জমি রয়েছে তা মাঝে মধ্যেই দখল করে চলে ব্যবসায়িক কাজকর্ম। সেই সকল বে-আইনী দখলদারী উচ্ছেদ করা হয়এডিডিয়ের তরফে। কিন্তু সেই সকল উচ্ছেদ করা হকার বা ফেরিওয়ালদের পুনর্বাসন দিতে বেশ কিছু দোকানঘর কিংবা মার্কেট কমপ্লেক্স ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তাঁর মধ্যে এমএএমসির বি-২ বাজার সন্নিহিত এলাকায় ২৪টি ও বিধাননগরের ইএসআই হাসপাতালের বিপরীতে ৩৮টি দোকান নির্মান করা হয়েছে, যা অতি শীঘ্রই নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে বন্টন করা হবে। পাশাপাশি দিশা হাসপাতালের কাছকাছি ১ কোটি ১৯ লক্ষ ১৭ হাজার ২৯০ টাকা ব্যয়ে একটি মার্কেট কমপ্লেক্স তৈরীর পরকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা নেওয়া হহয়েছে সিটিসেন্টারের কমার্শিয়াল কমপ্লেক্সের সামনেও ১৬টি দোকানঘর তৈরী যার জন্য ব্যয় হবে ২৭লক্ষ ১৭ হাজার ৪৯১টাকা। এই সকল দোকানঘরগুলি সেই সকল হকারদের মধ্যে বিলি বন্টন করা হবে যাদের সেই জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছিল।
এছাড়া আরো যে সকল কর্মসূচী এডিডিএ য়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেগুলি হল,
১) ডিয়ার পার্ক মোড় থেকে ডিভিসি মোড় অবধি রাস্তা(শহীদ ক্ষুদিরাম সরণী) সম্প্রসারণ
২)হেমশীলা স্কুলের সামনের রাস্তা(পন্ডত রঘুনাথ মুর্মু সরণী) সংস্কার
৩)বিধাননগর ক্যাম্পাসের পূর্ব দিকে একটি হাইড্রেন নির্মান
৪) বামুনাড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রাস্তা ও নিকাশী ব্যবস্থার সংস্কার
৫) দুর্গাপুরের এস আই এরিয়ান এন এন বোস রোডের উপর অবস্থিত কারখানাগুলির যাতায়াতের রাস্তা সংস্কার।
৬) পানাগড়ে জাতীয় সড়কের ধারের নিকাশী ব্যবস্থার সন্সকার ও তার উপরে স্ল্যাব তৈরী।
৭) দুর্গাপুরের এস আই এরিয়াত্র নাসের অ্যাভিন্যু এর উপর অবস্থিত কারখানাগুলিতে যাতায়াতের রাস্তা সংস্কার ও রাস্তার দুধারের নিকাশী নালা তৈরী।
8) ডঃ জাকির হুসেন অ্যাভিন্যু এর শাখা পথগুলির সংস্কার ও পথের দুধারের নিকাশী নালা তৈরী।
৯) বিধাননগরের উদিচি পার্কে ঢালাই রাস্তা নির্মাণ
১০) বিধাননগরে ইস্পাতপল্লীর কাছে ডঃ জাকির হুসেন অ্যাভিন্যু এর পাশে নিকাশী নালা নির্মাণ।