আনাজের দামে লেগেছে আগুন, দুর্গাপুরে অভিনব প্রতিবাদ কংগ্রেসের
আমার কথা, দুর্গাপুর, ১৪ জুলাইঃ
প্রায় মাস দেড়েক হতে চললো বাজারে সবজির দরে লেগেছে আগুন। অগ্নিমূল্য বাজারে গৃহস্থের পকেটে লাগছে ছ্যাঁকা। বাজারে গেলেই নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। এমতবস্থায় দিন কয়েক আগেই নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী দশ দিনের সময় বেঁধে দেন সবজির দামে রাশ টনার জন্য। নির্দেশের পরের দিনই রাজ্য জুড়ে পাইকারী ও খুচরো বাজারে রাজ্য সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স থেকে শুরু করে প্রশাসন নেমে পড়েছে অভিযানে। কিন্তু তারপরেও সবজির দাম কমছে কৈ? এই প্রশ্ন তুলে এবার প্রতিবাদে রাস্তায় নামলো জেলা কংগ্রেস। রবিবার সকালে এক অভিনব প্রতিবাদের রাস্তায় হাঁটলো কংগ্রেস, যার নেতৃত্ব দেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এদিন বেনাচিতি বাজারে গলায় নানা রকম সবজির মালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা। সাথে মহিলা কংগ্রেস কর্মীরা থালা বাজান।
বিক্ষোভ শেষে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে সাধারন মানুষের। সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। দুর্নীতিগ্রস্থ মজুতদারদের কারনেই আজ বাজারে এই অবস্থা। সরকার নাকি বাজারে টাস্ক ফোর্স নামিয়েছে। তাহলে তারপরেও কেন সবজির দাম কমছে না? আসলে টাস্ক ফোর্স ঘুমিয়ে রয়েছে।