ফের গৃহ হিংসার বলি গৃহবধূ, কাঁকসায় গ্রেফতার স্বামী, আটক শাশুড়ী ও ননদ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকশা), ১০এপ্রিলঃ
স্বশুর বাড়ীর লোকেদের অত্যাচারে আত্মহত্যা এক গৃহ বধূর। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী,আটক শাশুড়ি ও ননদ, পলাতক শশুর। ঘটনাটি ঘটেছে কাঁকসার বনকাটি অঞ্চলের বাগাল পাড়ায়।
মৃতার বাবা ধনঞ্জয় বাগদির অভিযোগ তার মেয়ে পায়েল বাগদি(২০) এর সাথে দু বছর আগে পাড়ারই এক যুবক কিরন সিংয়ের সাথে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। বাড়ির অমতে তার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে।
বিয়ের পর মেয়ে হাজার ৫০ টাকা চায়। সেই মত তাকে ৫০হাজার টাকা দেওয়া হয়।কিন্তু তার পরেও মেয়ে বারবার টাকা চাইতো তাঁর কাছে।
তাঁর মেয়ে তাঁকে জানায় শ্বশুর বাড়ীর সদস্যরা টাকার দাবি করতো ও তার স্বামী নিত্যদিন মদ খেয়ে এসে তাকে মারধর করে টাকার জন্য।
শ্বশুরবাড়ির অত্যাচারে আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছিল পায়েল বলে জানা গিয়েছে ।
নিত্যদিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় অবশেষে বৃহস্পতিবার রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে পায়েল বলে গৃহবধূর পরিবারের দাবি।
পায়েলের শ্বশুর বাড়ির কাছ থেকে খবর পেয়ে তার বাবার বাড়ির সদচস্যরা গিয়ে সেখানে মেয়েকে শোয়ানো অবস্থায় দেখে তাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মেয়ের উপর অত্যাচারের ফলে মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় অভিযোগ তুলে শুক্রবার মৃতার বাবা কাঁকসা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ স্বামী কিরণ সিং কে গ্রেফতার করে ও শাশুড়ি ও ননদ কে আটক করে।
শনিবার অভিযুক্ত স্বামীকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় কাঁকসা থানার পুলিশ।