ডিটিপিএস কর্তৃপক্ষের কাজের ধরন নিয়ে প্রতিবাদে ভিলেজ কো-অর্ডিনেশন কমিটি
আমার কথা, দুর্গাপুর, ২৪ জুনঃ
অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে ডিভিসি ডিটিপিএস এর নতুন ইউনিট সম্প্রসারনের জন্য পাঁচিল দেওয়ার কাজ, এমনই অভিযোগ ডিটিপিএস ডিভিসির শ্রমিক সহ ডিটিপিএস এলাকার ৫/৬ টি গ্রামের মানুষদের। এই পাঁচিল দিতে গিয়ে কারখানা সন্নিহিত যে ৫/৬ টি গ্রাম আছে, সেখানে ঢোকা বেরোনর রাস্তা কি ভাবে হবে, তার কোন দিশা নেই, এমনই অভিযোগ গ্রামবাসী সহ শ্রমিকদের। ডিটিপিএস কতৃপক্ষের পরিকল্পনার অভাব রয়েছে, বলছেন শ্রমিক থেকে সাধারন গ্রামবাসী। সোমবার এই ইস্যুতে ভিলেজ কো-অর্ডিনেশন কমিটি ও শ্রমিকরা ডিটিপিএস কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি পাঁচিল দেওয়ার কাজ কর্তৃপক্ষ ত্বরান্বিত করুক, যাতে খুব শীঘ্রই ডিভিসির নতুন ৮০০ মেগা ওয়াট ইউনিটের নির্মান কার্য শুরু হতে পারে।