রেশনের দাবিতে কাজোড়ায় পথ অবরোধ গ্রামবাসীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২মেঃ
রেশনের চাল না পাওয়ার প্রতিবাদে গ্রামবাসীদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার কাজোড়ার সর্ষে ডাঙ্গাল এলাকায়। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের শান্ত করেন।
করোনা সংক্রমন এড়াতে রাজ্যে চলছে লকডাউন। আর এই লকডাউনে যাতে খাদ্য সংকটে সাধারন মানুষের কোনো কষ্ট না হয় তাঁর জন্য রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিলিবন্টনের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এরপরেও বেশ কিছু জায়গায় এই রেশন বিলি নিয়ে উঠছে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ লকডাউনের পর থেকে তাদেরকে কোন প্রকার রেশন সামগ্রী দেওয়া হয়নি। গ্রামবাসীদের আরো অভিযোগ স্থানীয় প্রশাসন এই লকডাউনের সময় তাদের খবর নেয়নি। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া পৌঁছালে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় জনতা। বিষ্ণুদেব বাবু বলেন যে এই এলাকার সমস্ত পরিবার কে লকডাউনের পর থেকে অবিচ্ছিন্নভাবে রেশন সরবরাহ করা হয়েছে। এইভাবে পথ অবরোধ করাটা তিনি কোন ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন।