ফের বালি নিয়ে লাউদোহায় বিক্ষোভ গ্রামবাসীদের
ফের বালি নিয়ে ক্ষোভ পশ্চিম বর্ধমানের ফরিদপুর(লাউদোহা) থানা এলাকায়। বৃহস্পতিবার ওই থানার অন্তর্গত নতুনডাঙ্গা এলাকার পর আজ শুক্রবার রসিকডাঙ্গা এলাকার বাসিন্দারা স্থানীয় বালিঘাটে গিয়ে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ বালিঘাটের মালিকরা অবৈজ্ঞানিকভাবে অজয় নদ থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে। যার ফলে নদের গতিপথ পরিবর্তিত হয়ে বিপদের সম্ভাবনা দেখা দিচ্ছে। নষ্ট হচ্ছে চাষের জমি। ইল্প বর্ষাতে অজয় নদের জল প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে বন্যার পরিস্থিতি তৈরী করছে।
রসিকডাঙ্গা গ্রামের বাসিন্দা অরুন রুইদাস সহ অন্যান্য ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান যে, এই বিষয়ে প্রশাসনকে বার বার মৌখিকভাবে জানালেও কোনো অদৃশ্য কারনে প্রশাসন নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছে। তাই তাঁরা বাধ্য হয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন। সাথে তাঁরা এও হুঁশিয়ারি দেন যে, যদি বালি ঘাটের মালিকরা সচেতন না হন তাহলে তাঁরা আগামীদিনে লিখিতভাবে প্রসাসনের বিভিন্ন স্তরে জানাতে বাধ্য হবেন।
প্রসঙ্গতঃ গতকাল নতুনডাঙ্গা গ্রামের বাসিন্দারা বালিঘাটের বালি বোঝাই গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ ছিল যে ওই এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে বহু টাকা ব্যয়ে পিচ ঢালাই রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু বালিঘাট থেকে বালি বোঝাই ভারি গাড়ির যাতায়াতের দরুন এক বছরেই সেই রাস্তা ভেঙ্গে বেহাল অবস্থা তৈরী হয়েছে। এক্ষেত্রেও প্রসাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। যদিও পরে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও মৃণাল কান্তি বাগচি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।