পর্যাপ্ত পানীয় জলের দাবিতে অন্ডালে গ্রামবাসীদের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১০জুলাইঃ
সরকারি কলে নিয়মিত জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ ও পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখাল অন্ডালের বহুলা গ্রামের কয়েকটি পাড়ার বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ ও পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ উঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বহুলা গ্রামের নুনিয়াপাড়া, বাউরী পাড়া, ফকিরপাড়া, রুইদাস পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় সরকারি কলের লাইন থাকলেও তাতে নিয়মিত জল পড়ে না। ফলে সমস্যায় পড়তে হয় পাড়ার বাসিন্দাদের। পানীয় জল সংগ্রহ করতে হয় অন্য এলাকা থেকে। গত এক মাস কলে এক ফোঁটা ও জল পড়েনি বলে অভিযোগ বাসিন্দাদের। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যসহ পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও হয়নি সমস্যার সমাধান। তাই শুক্রবার সকাল নটা থেকে প্রায় আধ ঘণ্টা বহুলা বাজারে কাজোরা- হরিপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। এরপর বাসিন্দারা বহুলা পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর সিংহ এর কাছে বাসিন্দারা অভিযোগ জানান। বীর বাহাদুর সিং পি এইচ ই র ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে।