আই সি ডি এস কেন্দ্রে চাল চুরির অভিযোগে উত্তাল দুর্গাপুরের কমলপুর

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১এপ্রিলঃ
লকডাউনের মধ্যেও যাতে মা ও শিশুর কোনোরকম অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার থেকে আই সি ডি এস সেন্টারগুলিতে খাদ্যসামগ্রী সরবরাহের নির্দেশ দিয়েছেন। সেই খাদ্যসামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে সরগরম হল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কমলপুরের ঘোষপাড়া। পরিস্থতিই এততাই জটিল হয়ে ওঠে যে ঘটনাস্থলে চুতে যেতে হয় পুলিশকে। যেতে হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ সিডিপিওকেও।
সোমবার সন্ধ্যেবেলা থেকে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওই আই সি ডি এস সেন্টারের সহায়িকা সুনন্দা গোস্বামী শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল আলু দিচ্ছেন না, আবার যদিও বা কখনও দিচ্ছেন তো সেটাও বরাদ্দ পরিমানের থেকে অনেক কম। ঘটনার রেশ চলে আজ মঙ্গলবার সকালেও। ওই এলাকার মানুষজন অভিযুক্ত সহায়িকার বিরুদ্ধে সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান ১নং ওয়ার্ডের পুরমাতা শিপ্রা সরকার। তাঁর কাছে উত্তেজিত এলাকাবাসীরা বিষয়টি নিয়ে অভিযোগ জানান। এদিকে অভিযুক্ত সহায়িকা ও ওই সেন্টারের এক কর্মীকে সেন্টারেই আটকে রাখার অভিযোগ ওঠে এলাকাবসীদের বিরুদ্ধে। সহায়িকার অপসারনের দাবিও ওঠে। বিষয়টি নিয়ে ওই সহায়িকার সাথে কথা বলতে গেলে পুরমাতার সাথে এলাকাবাসীরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠছে। পরিস্থতিই ক্রমশ জটিল হয়ে উঠতে থাকলে ঘটনাস্থলে ছুতে যেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে। খবর পেয়ে পৌঁছন ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সুববা ও সিডিপিও পারমিতা সেনগুপ্তকে।
এরপর তাদের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। সমস্ত বিষয়টি লিখিত আকারে সিডিপিওর কাছে অভিযোগ জানান কমলপুরের বাসিন্দারা। তিনি বিষয়টি নিয়ে সঠিক তদন্তের আশ্বাস দেন।