পঞ্চায়েত ভোটের প্রচারে সাংসদ, দলনেত্রীকে আরো শক্তিশালী করার ডাক দিলেন
আমার কথা, অন্ডাল, ২৭ জুন:
মঙ্গলবার সন্ধ্যায় অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি হাট মাঠে হল তৃণমূলের প্রচার সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এদিন বিকেল সাড়ে চারটেয় প্রচার সভাটি হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা অনেক দেরিতে শুরু হয়। শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা অভিজিৎ ঘটক, যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক মন্ডল সহ অন্যরা।
শত্রুঘ্ন সিনহা বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, এই নির্বাচনে সবাইকে একজোট হয়ে দলীয় প্রার্থীদের জেতানোর জন্য কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি জানান দীর্ঘদিন সংসদ থাকার সময় কখনো পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা স্তরের নির্বাচনের প্রচারে অংশ নেননি। এবারই স্থানীয় ভোটে প্রচারে প্রথম অংশ নিলেন এবং খুব ভালো লাগছে বলেও জানান তিনি। শত্রুঘ্ন সিনহা বলেন পঞ্চায়েত ভোটে নির্দল এবং অন্যান্য দলের প্রার্থীরা আপনাদের কাছে আসবে মিথ্যা কথা বলে ভোট ভিক্ষা চাইতে। কিন্তু এদের ভোট দিয়ে কোন লাভ নেই বলে সাফ জানান তিনি। পাশাপাশি বলেন মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি সবার কথা ভাবেন, সবার জন্য কাজ করেন। তাই রাজ্য ও দেশের মঙ্গলের জন্য মমতা ব্যানার্জীর হাত শক্ত করার প্রয়োজন রয়েছে। পঞ্চায়েত ভোটে জোড়া ফুল চিহ্নে প্রার্থীদের জিতিয়ে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার আহ্বান জানান সাংসদ শত্রুঘ্ন সিনহা।