দুর্গাপুরের স্বরূপ খুনের পুনর্নির্মানে ঘটনাস্থল থেকে উদ্ধার সুদয়ের ভোটার কার্ড
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৫ নভেম্বরঃ
দুর্গাপুরের পারুলিয়ার বাসিন্দা স্বরুপ সৌয়ের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ আগেই গ্রেফতার করেছিল মৃতের মা, দাদা ও বিজেপি কর্মী সুদয় মহন্তোকে। আজ বুধবার সুদয় মহন্তোকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে করানো হলো ঘটনার পুনর্নির্মাণ। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে সুদয়ে ভোটার কার্ড ও মদের বোতল ।
উল্লেখ্যঃ চলতি মাসের ৯ তারিখ পারুলিয়ার বাসিন্ধা স্বরূপ সৌ-এর(৩০) মৃতদেহ উদ্ধার হয় লাউদোহার মাধাইগঞ্জ এলাকায় রাস্তার পাশে ঝোপ থেকে। মৃত স্বরূপ তাদের দলের কর্মী বলে সেদিন বিজেপি দাবি করায় ঘটনায় লাগে রাজনৈতিক রঙ। তৃণমূল এই খুনের ঘটনার সাথে জড়িত এই অভিযোগে বিজেপি সর্মথকরা পরদিন দুর্গাপুরে থানা ঘেরাও করে বিক্ষোভও দেখায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই, বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ও। সেদিন লক্ষণ বাবু রাজু বাবুরা এটি রাজনৈতিক খুন বলে দাবি করেন। পাশাপাশি খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা। যদিও প্রথম থেকেই বিজেপির অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের পক্ষ থেকে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে লাউদোহা থানার পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকদিন আগে পুলিশ আটক করে মৃতের মা সুলোচনা সৌ, দাদা অরুপ সৌ, বিজেপি কর্মী সুদয় মহন্তো ও সুদয়ের স্ত্রীকে। খুনের ঘটনায় মৃতের মা দাদা ও বিজেপির কর্মী ও তার স্ত্রী গ্রেপ্তার হযলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্ত সূত্রে জানা গেছে , ঘটনার দুদিন আগে মৃতের মা সুলোচনা দেবী সুদয় বাবুকে দেওয়ার জন্য তার স্ত্রীর হাতে এক লক্ষ টাকা দিয়ে আসেন। গ্রেফতারের দিন আদালতে নিয়ে যাওয়ার পথে সুদয় বাবুর স্ত্রী বলেন কি জন্য এই টাকা তা তিনি সুলোচনা দেবীকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু সুলোচনা দেবী কোন সদুত্তর দেননি। বলেছিলেন টাকাটা তার স্বামী সুদয় কে দিয়ে দিলেই সে বুঝতে পারবে। সুদয় ও তাকে এই বিষয়ে কিছু বলেননি শুধু বলেছিলেন একটা কাজ আছে। তদন্তকারীদের অনুমান সেই টাকায় সুদয় স্বরূপকে খুন করার জন্য দাগি দুষ্কৃতী ইব্রাহিমকে ভাড়া করে। ইব্রাহিম নিজে অথবা লোক লাগিয়ে স্বরুপকে খুন করে থাকতে পারে বলে তদন্তকারীদের ধারণা। আজ বুধবার অভিযুক্ত সুদয় মাহাতোকে ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ। মাধাইগঞ্জ-কাঁটাবেড়িয়া রাস্তায় যে জঙ্গলের কাছ থেকে স্বরূপের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে পুলিশ অভিযুক্ত সুদয়ের ভোটার কার্ড ও মদের বোতল উদ্ধার করে। পুলিশের অনুমান খুন করার আগে স্বরূপকে সাথে নিয়ে মদ খায় সুদয় ও ভাড়াটে খুনিরা। পুনর্নির্মাণের সময় উপস্থিত ছিলেন লাউদোহা থানার ওসি রাহুল মন্ডল সহ অন্য পদস্থ পুলিশ আধিকারিকরা।