কড়া নিরাপত্তার মধ্যে আসানসোল পুরসভার ভোট শুরু
admin
February 12, 2022
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২ ফেব্রুয়ারীঃ
আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ডের শুরু হল ভোট গ্রহণের কাজ। সকাল থেকে বিভিন্ন বুথে চলছে ভোট গ্রহন। বুথের বাইরে লাইন পড়েছে। রয়েছে পুলিশি ব্যবস্থা। প্রবীন নাগরিক থেকে অল্পবয়সীদেরও লাইনে দাঁড়াতে দেখা গেল।আসানসোলের চেলিডাঙা তে একটি বুথে দেখা গেল এই চিত্র। সকাল সকাল নিজের ভোট নিজের অধিকার এই মতে বিশ্বাসী এক বয়োজ্যেষ্ঠ ব্যাক্তি যিনি শারীরিকভাবে অক্ষম তাঁকেও দেখা গেল ভোট দিয়ে যেতে।