কালনায় পুলিশের সামনে দরজা বন্ধ করে চলছে ভোট
admin
February 27, 2022
আমার কথা, পূর্ব বর্ধমান(কালনা), ২৭ ফেব্রুয়ারীঃ
কালনার অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক স্কুলে ১১ নম্বর ওয়ার্ডে দরজা বন্ধ করে চলছে ভোট পুলিসের সামনেই। ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই মুখ ঢেকে পালাল ভুয়ো ভোটার। পুরো ছবি ক্যামেরায় ধরা পড়েছে। যদিও তৃণমূল প্রার্থী মৌসুমী কার্ফা পুরো বিষয়টিকেই অস্বীকার করেছেন। পাশাপাশি ওই স্কুলেই ভোট দিতে গিয়ে নিগৃহীত হন এক ছাত্র। চোখের জলে পুরো ঘটনা জানিয়েছেন ওই ছাত্রের মা।