নির্বাচন নিয়ে নির্বিকার, ভোট বয়কটের সমর্থণে দেওয়াল লিখন দুর্গাপুরে
আমার কথা, লাউদোহা, ২১ মার্চঃ
রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া এলাকার বাসিন্দাদের একাংশ। ভোট বয়কটের সমর্থনে দেওয়াল লেখনের পাশাপাশি চলছে প্রচার । আলোচনা করে সমস্যার সমাধান করা হবে আশ্বাস দিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।
ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। প্রার্থীর সমর্থনে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। ভোটের আঁচ যখন প্রতিনিয়ত একটু একটু করে ছড়াচ্ছে, তখন ভোট নিয়ে কোন উত্তাপ নেই দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া এলাকার বাসিন্দাদের । রাস্তার দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জামগড়া এলাকার ২০৯ / ২১০ নম্বর বুথের বাসিন্দার। বয়কটের সমর্থনে হয়েছে দেওয়াল লিখন, চলছে প্রচার। এলাকার বিভিন্ন দেওয়ালে জ্বলজ্বল করছে “নো রোড-নো ভোট”, রাস্তা নেই-ভোট নেই লেখা।
বাসিন্দারা জানান জামগড়া সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের লাউদোহা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি জেলা পরিষদের উদ্যোগে বেহাল রাস্তা নতুন করে তৈরি করার কাজ কাজ শুরু হয়েছিল। কিন্তু খনি সংস্থা ইসিএল কর্তৃপক্ষ আপত্তি জানানোই সেই রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে । ফলে নিত্য প্রয়োজনে তিন চার কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে তাদের। রাস্তার সমাধান না হওয়ায় বাসিন্দারা সহমতের ভিত্তিতে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রবীর ঘোষ, মিন্টু চ্যাটার্জিরা। তারা বলেন হয় ইসিএল রাস্তা তৈরীর কাজ করতে দিক অথবা তাদের জন্য বিকল্প রাস্তা তৈরি করা হোক।
দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় বলেন ইসিএল সংস্থা রাস্তা নির্মাণের কাজে বাধা দিয়ে ঠিক করেনি। আমরা সংস্থার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছি। এলাকাতে ভোট বয়কটের সমর্থনে প্রচারের বিষয়টি শুনেছি। গ্রামবাসীদের দাবি ন্যায্য, তাদের দাবির সাথে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি নিয়ে বাসিন্দাদের সাথেও কথা বলা হবে বলে জানান সুজিত বাবু। অন্যদিকে বাসিন্দাদের রাস্তার সমস্যা ও ভোট বয়কটের বিষয়টি নিয়ে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখার্জি জানান গতকাল বুধবার বাসিন্দাদের সাথে তাদের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। জট কাটানোর সব রকম চেষ্টা চলছে। প্রশাসন বিষয়টির উপর নজর রাখছে। আশা করি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।