জল ঢুকে বন্ধ চাণক, দুর্ঘটনার আশঙ্কা খনি কর্মীদের
আমার কথা, অন্ডাল, ১২ আগস্ট:
কোলিয়ারির ভূগর্ভে উঠা নামার জন্য রয়েছে দুটি চাণক। তার মধ্যে জল ঢুকে বন্ধ রয়েছে একটি। অপরটিতে চলছে ওঠার নামার কাজ। কোন কারনে সেটিতে বিপত্তি ঘটলে শ্রমিকরা ভূগর্ভের নিচে আটকে পড়তে পারে বলে আশঙ্কা শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলির। ইসিএল এর কাজোরা এরিয়ার মাধবপুর কোলিয়ারির ঘটনা। কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সংগঠনের নেতা অজয় সিং বলেন লাগাতার বৃষ্টির কারণে একটি চাণকে জল জমে রয়েছে। পাম্পের সাহায্যে সেই জল বের করা নিয়ম । কিন্তু চাণকের নিচে থেকে পাম্প তুলে নেওয়ার কারণে চাণকটি এখনো জলমগ্ন হয়ে রয়েছে । ফলে অন্য চাণক দিয়ে ওঠা নামা করছে শ্রমিকরা । যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোন কারণে সেটি বিকল হলে খাদের নিচেই (ভূগর্ভে) আটকে পড়বে শ্রমিকেরা । এরকম পরিস্থিতি তৈরি হলে তখন শ্রমিকদের উপরে তুলে আনা সম্ভব হবে না । তাই দ্রুত জমা জল বের করে বিকল চাণকটি সচল করা হোক বলে দাবি জানান তিনি । অন্যান্য শ্রমিক সংগঠন ও শ্রমিকদেরও দাবি একই । তাদের অভিযোগ এই ঘটনার জন্য কোলিয়ারির সেফটি অফিসার রিষভ গুপ্তা দায়ী । কারণ জল বের করার জন্য খনির নিচে যে পাম্প লাগানো হয়েছিল সেই পাম্প গুলি সেফটি অফিসারের নির্দেশে তুলে নেওয়া হয়েছে । তার অপসারণেরও দাবি জানান তারা ।
সোমবার কোলিয়ারিতে নিরাপত্তাজনিত এই অব্যবস্থার খবর সংগ্রহ করতে গেলে সেপটি অফিসার রিষভ গুপ্তা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন । ছবি তোলার সময় বৈদ্যুতিক মাধ্যমের একজন সাংবাদিকের মোবাইল ফোন তিনি কেড়ে নেন বলে অভিযোগ । বিষয়টি অন্যান্য আধিকারিকদের নজরে এলে তারা ওই সাংবাদিককে মোবাইল ফোনটি ফেরত দেওয়ার ব্যবস্থা করেন । পাশাপাশি সেফটি অফিসারের দুর্ব্যবহারের জন্য তারা দুঃখ প্রকাশও করেন । শ্রমিকদের অভিযোগ সেফটি অফিসার নিজের গাফিলতি ঢাকতে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছেন । তার প্রতিবাদেও সরব হন শ্রমিকেরা ।