শিব-পার্বতীর বিয়ে গভীর রাতে, বিশ্বকর্মা মন্দির থেকে বের হল বরযাত্রী
আমার কথা, পানাগড়, ৮ মার্চ:
রীতি মেনে আজ শুক্রবার রাত ৮টায় পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির থেকে বের হল শিবের বরযাত্রী। প্রায় ৫০ বছর ধরে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার উড়িয়া বাবার মন্দিরে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়ে আসছে।
প্রতিবছর এইদিনে শিবের সাথে পার্বতীর বিয়ে হয়। সেই মত মহা ধুমধামে শিব পার্বতীর বিয়ের আগে পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় শিবের শোভাযাত্রা। যাকে স্থানীয়রা বরযাত্রী বলেন। বহু মানুষ এদিন উৎসাহের সাথে বরযাত্রীর শোভাযাত্রায় সামিল হয়।
শোভাযাত্রা গভীর রাতে উড়িয়া বাবার মন্দিরে পৌঁছানোর পরে হিন্দু রীতি মেনে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। শিব পার্বতীর বিয়ে উপলক্ষ্যে কয়েক হাজার ভক্তের জন্য নর নারায়ণ সেবারও আয়োজনও করা হয় উড়িয়া বাবার মন্দির চত্বরে।