দুর্গাপুরে মশারির ভেতর কি করছেন বিজেপি কর্মীরা?
admin
November 25, 2022
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ নভেম্বরঃ
ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ দুর্গাপুর নগর নিগম,মশারির ভেতর ঢুকে প্রতিবাদে নামলো বিজেপি যুব মোর্চা। শুক্রবার দুর্গাপুরের এসবি মোড় থেকে বিজেপি কর্মীরা মশারির ভেতর ঢুকে মিছিল করে দুর্গাপুর নগর নিগমের ৪ নং বোরো অফিসের সামনে বিজেপি কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ নামে। এলাকার নিকাশী নালা বেহাল এবং নোংরা সাফাই হচ্ছে না যার জেরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ বাড়ছে।অবিলম্বে ব্যাবস্থা না নিলে বড়োসড়ো আন্দোলন হুশিয়ারি দেয়।