তৃণমূল বিজেপির কাজিয়া, দেওয়াল লিখন নিয়ে কী সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন?
আমার কথা, দুর্গাপুর, ১ এপ্রিল:
দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভর সন্ধ্যেবেলা তুমুল উত্তেজনা ছড়ালো দুর্গাপুর ইস্পাত নগরীর ৯ নং ওয়ার্ডের সেকেন্ডারি রোডে। ঘটনার সামাল দিতে পৌঁছোয় পুলিশবাহিনী, যায় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
যে দেওয়াল নিয়ে ঝামেলা সেটি নিয়ে ওই ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা পল্লবরঞ্জন নাগের দাবি যে, তৃণমূল থেকে আগেই ওই দেওয়ালটির অনুমোদন নেওয়া হয়েছিল। কিন্তু বহিরাগত বিজেপি কর্মীরা এসে জবরদস্তি ওই দেওয়ালে তারা লিখতে শুরু করে। বাধা দিলে মহিলা বিজেপি কর্মীরা তাদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করে।
যদিও বিষয়টি নিয়ে উলটো কথা বলেন বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী দাবি করেন ওই দেওয়ালটিতে লেখার জন্য তারা আগে অনুমতি নিয়েছে। সেই মতো এদিন তারা লিখতে গেলে তৃণমূলের লোকজন তাদের বাধা দেয়।
তবে ঘটনাটিতে হস্তক্ষেপ করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তারা দেওয়াল লিখন মুছে দিয়ে যান।