দুর্গাপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ইডি হানার নেপথ্যে কি?
আমার কথা, দুর্গাপুর, ৪ ডিসেম্বর:
আর্থিক দুর্নীতি, চিকিৎসক পড়ুয়া ভর্তিতে অনিয়মের অভিযোগে মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও একসাথে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি। ইডির হানাতে শিল্পাঞ্চলে ছড়িয়েছে চাঞ্চল্য।
মঙ্গলবার সাত সকালে দুর্গাপুরের তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর্থিক দুর্নীতি, চিকিৎসক পড়ুয়া ভর্তিতে অনিয়মের অভিযোগেই এই হানা বলে সূত্রের খবর। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে এদিন সকাল ৬ টা নাগাদ ইডি আধিকারিকেরা একসাথে হানা দেয় দুর্গাপুরের মলানদিঘি, শোভাপুর ও রাজবাঁধে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের ভিতর যখন আধিকারিকেরা নথিপত্র যাচাইয়ের কাজ করছিলেন সেই সময় বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রতিষ্ঠান গুলির বেশ কয়েকজন কর্ণধারের বাড়িতেও এদিন একযোগে ইডি হানা দেয় বলে খবর। সূত্র মারফত জানা যায় এই হাসপাতাল গুলির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ বহুদিনের। বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও কয়লা পাচারের সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক বিনিয়োগ রয়েছে এর মধ্যে একটি হাসপাতালেও। মেডিকেল কলেজের আড়ালে কালো টাকা সাদা করাতে ওইসব ব্যক্তিদের এখানে বিনিয়োগ রয়েছে বলে অভিযোগ। চিকিৎসক পড়ুয়া ভর্তির ক্ষেত্রেও ভুরিভুরি অভিযোগ রয়েছে হাসপাতাল গুলির বিরুদ্ধে। ভর্তির জন্য পড়ুয়াদের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয় বলে কান পাতলে শোনা যায়। মোটা টাকা কমিশন দিয়ে দালালদের মাধ্যমেও এখানে চিকিৎসক পড়ুয়া ভর্তি করা হয় বলে অভিযোগ। এনআরআই কোটাতে চিকিৎসক পড়ুয়া ভর্তির নিয়েও রয়েছে দুর্নীতির অভিযোগ প্রতিষ্ঠান গুলির বিরুদ্ধে। এদিন সকাল থেকে তল্লাশি শুরু হয়। সন্ধ্যের পরও কয়েকটি প্রতিষ্ঠানে তল্লাশি চলছে বলে খবর। এ দিনের হানাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ইডির আধিকারিকেরা বাজেয়াপ্ত করেছে। দুর্নীতি প্রমাণে এইসব নথি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ইডি সূত্রে খবর। হাসপাতালের পাশাপাশি প্রতিষ্ঠানগুলির কয়েকজন আধিকারিকের বাড়িতেও এদিন ইডি হানা দেয়। একদিনে তিনটি মেডিকেল কলেজ হাসপাতাল ও একাধিক আধিকারিকের বাড়ি অফিসে একযোগে দুর্নীতির অভিযোগে ইডির হানা ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।