তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের আয়ের উৎস কি, কত সম্পত্তির মালিক তিনি?
আমার কথা, মুনমুন দত্ত, ১০ মেঃ
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বাংলার রাজনীতিতে নতুন মুখ। যদিও রাজনীতিতে বেশ অভিজ্ঞ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তবে শুধু রাজনীতির ময়দান নয়, তিনি ক্রিকেট ময়দানে একটি বড় নাম বিশ্বকাপজয়ী দলের সদস্য এই প্রাক্তন ক্রিকেটার। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র কার্যত চষে বেড়াচ্ছেন তিনি। কখনও মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, কখনও প্রচারে বেরিয়ে নাচতেও দেখা দিয়েছে তাকে। তার সমর্থনে একাধিক সভা করেছেন তৃণমূল কত সম্পত্তির মালিক তিনি? তার আয়ের উৎস কি? জেনে রাখুন বিস্তারিত…
নির্বাচনী হলফনামায় এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তৃণমূল প্রার্থী। গত ৫ আর্থিক বর্ষে কীর্তি আজাদ আয় করেছেন ২ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৩৮০ টাকা। অন্যদিকে তৃণমূল প্রার্থীর স্ত্রী পুনম আজাদ গত পাঁচ আর্থিক বর্ষে উপার্জন করেছেন ১ কোটি ১৬ লক্ষ ৬৮ হাজার ২৭৭ টাকা।
কীর্তি আজাদ ও তাঁর স্ত্রী পুনম আজাদের স্থাবর সম্পত্তি
তিনটি চাষযোগ্য জমি- বাজারমুল্য আনুমানিক ৫ লক্ষ ৬৮ হাজার ৪০০টাকা
পাটনায় আজাদ ভবন নামে কমার্শিয়াল বিল্ডিং(৫,৭১২ বর্গফুট)- বাজারমূল্য ৫ কোটি টাকা।
দ্বারভাঙ্গায় বসতবাড়ি রয়েছে (৪০০০ বর্গফুট) যার বাজার মূল্য ১ কোটি ২৫ লক্ষ
প্রার্থীর চারটি গাড়ি রয়েছে যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা
স্ত্রী পুনমের সম্পত্তি রয়েছে ২১ লক্ষ ৫১ হাজার ৯১০ টাকার।
কীর্তি আজাদের অস্থাবর সম্পত্তি
প্রার্থী ও তাঁর স্ত্রীর মোট চারটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৭১ লক্ষ ৫৮ হাজার ৯৫৬ টাকা। বিনিয়োগ রয়েছে মিউচুয়াল ফান্ড ও ইকুইটি শেয়ারে।
জীবন বিমা-৫০ লক্ষ টাকা
২০২৪ এর এপ্রিল মাসের ১৯ তারিখ অনুযায়ী এই তৃণমূল প্রার্থীর হাতে নগদ টাকা রয়েছে ১ লক্ষ ৯০হাজার টাকা
ঋণ রয়েছে প্রার্থীর নামে
তিনটি গাড়ি সংক্রান্ত ঋণ- ১০ লক্ষ ৯১ হাজার ৭৫২
রেন্টাল সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২৯ লক্ষ ২৭ হাজার টাকার একটি ঋণ রয়েছে। সব মিলিয়ে তার ৪০ লক্ষ ১৮ হাজার ৭১২ টাকার ঋণ রয়েছে।
তার স্ত্রী পুনম আজাদের রেন্টাল সিকিউরিটি ডিপোজিটে ১৭ লাখ ২০ হাজার ১০০ টাকার ঋণ রয়েছে।