জুবলি মোড়ে নাকা চেকিংয়ে ফের লক্ষাধিক টাকা উদ্ধার
- আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৭ এপ্রিলঃ
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে আবারও টাকা উদ্ধারের ঘটনা আসানসোল জুবলি মোড়ে নাকা চেকিং এর সময় । উপ নির্বাচনকে সামনে রেখে আসানসোলের বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং । বৃহস্পতিবার চেকিং চলা কালিন প্রায় ৮ লক্ষ ৩৮ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানান এসিপি মানবেন্দ্র দাস।
ঘটনা প্রসঙ্গে যার কাছ থেকে টাকা উদ্ধার করে পুলিশ সেই এম ঠাকুর বলেন , তিনি সৃষ্টিননগর থেকে জামুড়িয়ায় তার কারখানায় শ্রনিকদের মাইনের টাকা নিয়ে যাচ্ছিলেন।
এদিকে, এসিপি মানবেন্দ্র দাস বলেন এই ৮ লক্ক ৩৮ হাজার টাকার কোনো বৈধ কাগজ ওই ব্যাক্তি দেখাতে পারেননি। আপাততঃ টাকা পুলিশ নিজেদের হেফাজতে রেখেছেন আর ওই ব্যাক্তিকে সাতদিনের সময় দিয়েছে। সাতদিনের মধ্যে টাকার বৈধতা প্রমান করতে পারলে টাকা ফেরত দেওয়া হবে।