রেশনের চাল পাচারের সময় হাতে নাতে ধরলেন কাঁকসার বাসিন্দারা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫মেঃ
বীরভূমের ইলামবাজার থেকে পানাগড়ের দিকে টোটোতে করে চাল নিয়ে আসার সময় সেই টোটো আটক করলেন কাঁকসার ২নং কলোনীর বাসিন্দারা। স্থানীয়দের দাবি ওই চালের বস্তাগুলি রেশনের চাল। ঘটনায় আটক করা হয়েছে পানাগড়ের এক ব্যবসায়ী।
স্থানীয় সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে আট বস্তা চাল নিয়ে একটি টোটো রাজ্য সড়ক ধরে পানাগড়ের দিকে আসছিল। চালের বস্তাগুলো দেখে কাঁকসা ২নং কলোনীর বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা টোটোর রাস্তা আটকায়। স্থানীয় বাসিন্দা নেপাল মজুমদার জানান যে, “চালের বস্তাগুলো দেখে আমাদের সন্দেহ হয়। ওই বস্তাগুলি সরকারী চালের বস্তা। কিন্তু আমরা ওই টোটোচালককে জিজ্ঞেস করলে সে জানায় যে, ইলামবাজারে এক চাল ব্যবসায়ীর দোকান থেকে চালের বস্তাগুলি পানাগড়ের এক চাল ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ইলামবাজারের ওই ব্যবসায়ী তার টোটো ভাড়া করেছেন। এরকম আরো একটি টোটোতে করেও চাল আসছে পানাগড়ে বলে আমাদের জানিয়েছে ওই টোটোচালক।”
এরপরেই উত্তেজিত এলাকাবাসী থানায় খবর দিলে কাঁকসা থানার পুলিশ গিয়ে চালের বস্তাগুলি বাজেয়াপ্ত করে সাথে পানাগড়ের ওই চাল ব্যবসায়ীকে আটক করে। ওই চালের বস্তাগুলি কোনো রেশন ডিলারের পুলিশ তা তদন্ত করে দেখছে।