“বিধায়কের ধর্ষক ভাইপো এখনো ধরা পড়ল না কেন”- দুর্গাপুরে পোস্টার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ এপ্রিলঃ
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ধর্ষক ভাইপো এখনো ধরা পড়ল না কেন? এখনো তার শাস্তি হলো না কেন? দুর্গাপুরের মানুষের জবাব চাইছে। দুর্গাপুর নাগরিক সমাজের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে এমনই পোস্টার দেখা গেল দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয় ৪১ নম্বর ওয়ার্ডের পুরপিতা শিফুল সাহার দাবি, বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই এরর ভাইপো সহদেব ঘোড়ুই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে গা ঢাকা দিয়ে রয়েছে। বিজেপির এটাই নীতি বিজেপির এটাই সংস্কৃতি। ওই নাবালিকার মেয়ের সুবিচার পাওয়ার আশায় তৃণমূলে যোগদান করেছেন তারা বাবা।
সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের দাবি, তৃণমূলের শাসনকালে বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই তার প্রভাব খাটিয়ে তাঁর ভাইপোকে গ্রেফতার করতে দিচ্ছে না। তৃণমূল- বিজেপির যে আঁতাত আরও একবার প্রকাশ্যে এলো।