শীতবস্ত্র দান শিবির
আমার কথা, লাউদোহা, ২১ ডিসেম্বরঃ
দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো শীতবস্ত্র দান। শনিবার দুপুরে অনুষ্ঠানটি হয় নতুনডাঙ্গা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, জেলা পরিষদের উপাধ্যক্ষ চুমকি মুখোপাধ্যায়, যুব তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, প্রধান শ্যামল বাগদি সহ অন্যরা।
অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপদেশে শীতবস্ত্র শিবির আয়োজন করা হয়। গোগলা পঞ্চায়েতের ২২ টি সংসদের ৩০০০ জনকে এদিন কম্বল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিত থাকার কথা থাকলেও অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তবে অনুষ্ঠান চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে তিনি সকলকে শুভেচ্ছা জানান।