লকডাউনের সুযোগ নিয়ে দুর্গাপুরে সোনার দোকানে দুষ্কৃতি তান্ডব
আমার কথা,পশ্চিম বর্ধমান,১৫ এপ্রিলঃ
লকডাউনের মাঝেই দোকানের দেওয়াল কেটে ভেতরে ঢুকে স্বর্বস্ব চুরি করে নিয়ে গেল দুষ্কৃতির দল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ জোনের হর্ষবর্ধন রোডে একটি সোনার দোকানে।
দোকান মালিক চন্দ্রনাথ আঢ্য জানান যে, লকডাউনের কারনে বন্ধ রয়েছে দোকান। তাঁর পাশের দোকানের মালিক আজ অর্থাৎ বুধবার ভোর ৬টা ৪০ নাগাদ ফোনে খবর দেন যে তাঁর দোকানের পেছনের দেওয়ালে ভাঙ্গা অংশ দেখা যাচ্ছে। বিষয়টি খুব অস্বাভাবিক লাগছে। খবর পেয়েই ওই সোনার দোকানের মালিক গিয়ে দেখেন তাঁর দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে ঢুকে দোকানের ভেতর রীতিমতো তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। নিয়ে গেছে সোনা, রূপো, ইমিটেশনের গয়না সহ নগদ টাকা। সব মিলিয়ে গেছে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার সম্পত্তি। চন্দ্রনাথবাবু আরো জানান যে, দোকানের দেওয়াল যতটুকু কেটেছে তাতে একটি বাচ্চা কোনরকমে গলে ভেতরে ঢুকতে পারবে আর যেভাবে দেওয়াল কাটা হয়েছে তা দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটি পাকা হাতের কাজ।
খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। সমস্ত খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেয় পুলিশ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে। তাদের বক্তব্য যে, চলতে থাকা এই লকডাউনের কারনে ব্যবসা বন্ধ, ফলে বন্ধ রোজগার। এদিকে যেটুকু পুঁজি রয়েছে তাও যদি এভাবে শেষ হতে থাকে তাহলে পুরো পরিবারকে নিয়ে পথে বসতে হবে।