মহিলা পরিচালিত মদের দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট, সিসিটিভি ফুটেজে পড়ল ধরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কুলটি), ৩১জুলাইঃ
রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি মদের দোকানে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত মিঠানির কাছে। দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মিঠানির কাছে ইসকো রোডের উপর একটি মদের দোকান চালান সুধা যাদব নামে এক মহিলা। এলাকায় তিনি আবার বিজেপি নেত্রী বলেও পরিচিত। বৃহস্পতিবার রাত ৮টা ২০ নাগাদ দুজন যুবক বন্ধ থাকা দোকানটির সামনে শুয়ে থাকা ওই দোকানেরই এক পাহারাদার কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানটি খুলতে বাধ্য করে। এরপর দোকানের ভেতর ঢুকে তারা লুটপাট চালায়। নগদ ত্রিশ হাজার টাকা ও মদের বোতল নিয়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতি।
লুটপাটের খবর দেওয়া হয় পুলিশে। কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছোয় ওই দোকানে। খবর দেওয়া হয় সুধা যাদবকেও। দোকানের বাইরে ও ভেতরে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই ফুটেজ দেখে দুষ্কৃতি দুই যুবককে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।