দুর্গাপুরে বেপরোয়া মিনিবাসের মত্ত চালকের হাতে প্রাণ গেল মহিলা পথচারীর
আমার কথা, দুর্গাপুর, ১৯ মার্চ:
বেপরোয়া মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারী মহিলার। মৃতের নাম সালমা বিবি(৫০)। তিনি প্রান্তিকা বস্তিতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১২.৩০ নাগাদ সালমা বিবি দুর্গাপুর টাউনশিপের আকবর রোডে একটি কোয়ার্টারে কাজ সেড়ে বাড়ি ফিরছিলেন। তিনি প্রতিদিনের মতোই পায়ে হেঁটেউ বাড়ি যান। ঠিক সেই সময় একটি দুর্গাপুর-প্রান্তিকা রুটের খালি মিনিবাস তীব্র গতিতে একটি স্কুটিকে ওভারটেক করতে গিয়ে সালমা বিবিকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে গাছে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারী মহিলার। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে দুর্গাপুর ট্রাফিক পুলিশ। ঘাতক মিনিবাসটিকে আটক করে সাথে বাসের চালক উত্তম দত্তকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাস্থলে উত্তেজিত মানুষের ভীড় জমে যায়। স্থানীয় যুবক অমর্ত্য অধিকারী জানান, বহুদিন ধরেই মিনিবাসটি চালান বাসের মালিক তথা চালক উত্তম দত্ত। আর বাস চালানোর সময় বরাবর তিনি নেশা করেন। আজও নেশা করে ছিলেন ওই চালক আর সেই নেশারই বলি হলেন সালমা বিবি। এছাড়াও স্থানীয়দের অভিযোগ শুধু এই বাসের চালক নন, গুরুত্বপূর্ণ এই আকবর রোডের ওপর দিয়ে যাতায়াত করে প্রচুর মিনিবাস থেকে শুরু করে ছোট বড় গাড়ি। অথচ এই রাস্তার ওপর দিয়ে অনেক বাসই খুব বেপরোয়া ভাবে গাড়ি চালায়।