দুর্গাপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মৃত মহিলা, জখম মৃতার স্বামী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ জুলাইঃ
এক প্রতিবেশীর ছুরিকাঘাতে মৃত্যু হল অপর এক প্রতিবেশী মহিলার। ওই একই ঘটনায় জখম হয়েছেন নিহত মহিলার স্বামীও। অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মুচিপাড়ায়।
জানা গিয়েছে, মুচিপাড়ায় উত্তম মূর্মূর সাথে(৪০) ভাড়া থাকতেন তাঁর স্ত্রী মনি মূর্মূ। ওই একই জায়গায় অপর একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন অভিযুক্ত যুবক। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ওই দুই প্রতিবেশীর মধ্যে সকাল থেকেই বিবাদ শুরু হয়। এরপর বেলা গড়াতে মনি মূর্মূর স্বামী কাজে চলে যাওয়ার পরে ফের বিবাদ শুরু হয়। অভিযোগ মনিদেবীকে মারধর করে অভিযুক্ত ওই যুবক। সেই সময় মনিদেবী ফোন করে তাঁর স্বামীকে মারধরের বিষয়টি জানালে তিনি বাড়ি ফিরে ওই যুবককে মারধরের বিষয়টি নিয়ে জিজ্ঞাসবাদ করতে গেলে ওই যুবক ছুরি নিয়ে চড়াও হয় মূর্মূ দম্পতির উপর বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই দম্পতিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পরেই মৃত্যু হয় মনি মূর্মূর। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন মৃতার স্বামী। এদিকে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। যদিও ছুরি চালানোর বিষয়টি অস্বীকার করেছে।