সিটিসেন্টারে যোগ দিবস পালন করলেন মহিলারা
আমার কথা, দুর্গাপুর, ২১ জুন:
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষেও দিনটিয থাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। এদিন সকাল ছটায় সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবে প্রতিদিন সকালে যোগা ও প্রাণায়াম করা মহিলারা দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন।
আন্তর্জাতিক যোগ দিবস প্রথম পালিত হয় ২০১৫ সালের২১ জুন। ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতিসংঘের ভাষণে ২১ জুন বার্ষিক যোগ দিবস উদযাপন করার পরামর্শ দেন। কারণ এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। আবার দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোটদিন।
১১ ডিসেম্বর ২০১৪ জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি জাতিসংঘের সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব দেন ২১ জুনকে বিশ্ব যোগ দিবস পালনের। ১৭৭টি দেশ এই প্রস্তাবটি কোনরকম বিতর্ক বা ভোটাভুটি ছাড়াই সমর্থন করে।
যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে। যার অর্থ একত্রিত করা। যা মন শরীর ও আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে। ৫০০০ বছরেরও বেশি সময় ধরে ভারতে যোগ চর্চা চলে আসছে। হিন্দু পুরান অনুসারে শিব প্রথম যোগী হিসেবে এই দিনে মানব জাতিকে যোগের জ্ঞান প্রদান শুরু করেন। তিনি হলেন আদি গুরু।
এ বছরের থিম “yoga for self and সচিএত্য”
অর্থাৎ নিজের ও সমাজের জন্য ব্যায়াম।
আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে উপস্থিত ছিলেন ডি এসপি হাসপাতালের ফিজিওথেরাপিস্ট পল্লব চক্রবর্তী, ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব চৌধুরী, আমার কথা পত্রিকার সম্পাদিকা মুনমুন দত্ত, বিশিষ্ট যোগ বিশারদ তরুণ মুখার্জি ও প্রশিক্ষক প্রণয় রায়।