লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে প্ল্যাকার্ড হাতে সভাস্থলে মহিলারা
আমার কথা, বুদবুদ, ২৪ এপ্রিলঃ
“বিজেপির কোন নেতা যদি লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়ার কথা বলে তবে তাদের কান ধরে উঠবস করাবো। মহিলাদের জন্য যে লক্ষীর ভান্ডার চালু করা হয়েছে সেটা আজীবন তারা পেয়ে যাবেন। বিজেপির কোন ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার। বাংলার মহিলারা বিজেপির নেতাদের এমন কানমোলা দেবে যাতে বিজেপি ভারতবর্ষে আর ক্ষমতায় না আসতে পারে।৫০ দিনের জায়গায় ৬০ দিনের কাজ করতে চাইলে আগামী দিনে ৬০ দিনের কাজের ব্যবস্থা করা হবে। সংখ্যালঘু থেকে শুরু করে তপশিলি জাতি উপজাতি সকলের জন্যই উন্নয়নমূলক প্রকল্প করে দেওয়া হয়েছে সকলেই সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে।। রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তারা অনেকটাই সুবিধা হয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নের কাজ করেছে কিন্তু বিজেপি করোনার সময় একটা কোভিডের ইনজেকশন দিয়েও তার পাশে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে রাখে।” এভাবেই বিজেপিকে এক হাত নিলেন তৃণমুলের দলনেত্রী মমতা বন্দোপাধায়। বুধবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম ও বুদবুদে দুটি জনসভায় প্রার্থীদের সমর্থনে দুটি জনসভায় যোগ দেন তৃণমুল সুপ্রিমো। এদিন প্রচন্ড গরমে প্রখর রোদ উপেক্ষা করে এদিন হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সভাস্থলে হাজির হয়েছিলেন দুপুর বারোটা থেকে। এদিন সভা নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে শুরু হলেও সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায়। এদিন সভাস্থলে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে সভাস্থলে হাজির হয়েছিলেন।