লোনের টাকা আত্মসাৎ এর অভিযোগ, বিক্ষোভ গোষ্ঠীর মহিলাদের

আমার কথা, অন্ডাল, ১৬ মার্চঃ
গোষ্ঠীর মহিলাদের লোনের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে। প্রতারিত মহিলারা বিডিও সাথে বৈঠক করেন রবিবার। অভিযুক্তদের টাকা ফেরত দিতে হবে বলে জানান জেলা পরিষদের অধ্যক্ষ।
অন্ডাল বাজারের নাজিরাবাদ এলাকায় রয়েছে মহিলাদের একাধিক স্বনির্ভর গোষ্ঠী। এক একটি গোষ্ঠীতে রয়েছেন ১০ জন করে মহিলা সদস্য। গোষ্ঠীগুলির মাথায় রয়েছে অপর্না দাস, চাঁদনী খাতুন নামে দুজন মহিলা। তাদের বিরুদ্ধে উঠলো লোনের টাকা আত্মসাৎ এর অভিযোগ । বিষয়টি প্রকাশ্যে আসতেই গোষ্ঠীর সাধারণ সদস্যদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। বিষয়টি নিয়ে তারা বিডিওর শরণাপন্ন হন। রবিবার গোষ্ঠীর প্রতারিত সদস্যদের সাথে বৈঠক করেন অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত ও জেলা পরিষদের অধ্যক্ষ কালোবরণ মন্ডল। বৈঠকে তারা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান প্রতারিত মহিলারা। গোষ্ঠীর সদস্য অঞ্জুম বেগম, শবনম খাতুনরা বলেন আমরা গোষ্ঠীর সাধারণ সদস্য। বিভিন্ন প্রয়োজনে গোষ্ঠী থেকে অনেকে লোন নিয়েছেন। ব্যাংক থেকে লোন আনা ও সদস্যদের কাছ থেকে লোনের টাকা জমা নেওয়া এই কাজগুলি করেন অপর্না দাস ও চাঁদনী খাতুন। সদস্যরা সময় মত লোনের টাকা তাদের হাতে ফেরত দিলেও সেই টাকা ব্যাংকে জমা পড়েনি। বিষয়টি ব্যাংক থেকে সম্প্রতি তারা জানতে পারে। অপর্না দাস, চাঁদনী খাতুন লোনের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন গোষ্ঠীর সদস্যরা। বৈঠক শেষে জেলা পরিষদের অধ্যক্ষ কালোবরণ মন্ডল বলেন গোষ্ঠীর সদস্যরা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলা। তাদের টাকা আত্মসাত করে থাকলে অভিযুক্তরা পার পাবে না। লোনের টাকা অভিযুক্তদেরই ফেরত দিতে হবে । আগামী শুক্রবার বিষয়টির সমাধান করা হবে বলে জানান কালোবরণ বাবু।