পান্ডবেশ্বরে বাইক থেকে পড়ে জখম মহিলা, ইসিলের গাড়ি আটকে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৯ জানুয়ারীঃ
পথ দুর্ঘটনায় বাইক থেকে পড়ে আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের খোট্টাডিহি মোড়ে।
শনিবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের খোট্টাডিহি মোড়ে দুর্ঘটনায় বাইক থেকে পড়ে আহত হলেন সুন্দরী রুইদাস নামে এক মহিলা । স্বামীর সাথে বাইকে করে তিনি বীরভূম থেকে আসানসোলের চাঁদা যাচ্ছিলেন. খোট্টাডিহি মোড়ের কাছে উল্টো দিক দিয়ে ইসিএলের কয়লা বোঝাই ডাম্পারকে রাস্তা ছাড়তে গিয়ে বাইকটি গর্তের মধ্যে পড়ে যায়। গুরুতর জখম হল ওই মহিলা। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ইসিএলের পরিবহন আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
তারা জানান গত কয়েক দিনে এই একই জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ২৩-শে জানুয়ারি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় এখানেই দুর্ঘটনায় মারা যায় একই পরিবারের চারজন। ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার চলাচলের কারণে রাস্তার ক্ষতি ও দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ তাদের। আধঘন্টা পর পুলিশের মধ্যস্থতায় উঠে যায় বিক্ষোভ।