হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর চ্যাপ্টারের উদ্যোগে নারী দিবস পালন

আমার কথা, দুর্গাপুর, ৯ মার্চঃ
হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর চ্যাপ্টারের মহিলা সদস্যদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলাদের সম্মান জানাতে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংস্থার নিজস্ব ভবনের প্রাঙ্গণে এদিন এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের ডেপুটি সিএমওএইচ ডাঃ অনন্যা মুখার্জি, কলকাতা নীলরতন হাসপাতালের এনএইচএম সুস্মিতা নাথ, (কাউন্সেলর), দুর্গাপুরের মিশন হাসপাতালের ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউসন মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ ইপ্সিতা নাগ, দুর্গাপুর মহকুমার প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ।
এদিন ডাঃ অনন্যা মুখার্জি বলেন, “এই দিনটি শুধু উদযাপন করাটা বড় কথা নয়। বৈষম্যের বাধা ভেঙ্গে দিয়ে এমন একটি পৃথিবী তৈরি করা আমাদের দায়িত্ব ও কর্তব্য যেখানে প্রতিটি নারীর স্বাধীনভাবে বাঁচার এবং নিরাপদে বসবাস করার স্বাধীনতা রয়েছে।”
সুস্মিতা নাথ বলেন, “একজন বিটা থ্যালাসেমিয়া মেজর রোগী এবং জন্মগত যোদ্ধা, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগে কাউন্সেলর হিসেবে কর্মরত, এই সম্মানের জন্য দুর্গাপুর চ্যাপ্টারের কাছে খুব খুশি এবং কৃতজ্ঞ”। এদিন তিনি তার নিজের জীবন সংগ্রামের কথা শোনান এবং সমস্ত হিমোফিলিয়াক মা এবং বাহক মহিলাদের তাদের দৈনন্দিন সংগ্রাম, কষ্টের জন্য অভিনন্দন জানিয়েছন এবং তাঁদের বাঁচতে উৎসাহিত করেছেন। তিনি সব মেয়েদের শিক্ষার ওপর জোর দেন। আমরা যখন একটি মেয়েকে শিক্ষিত করি, তখন আমরা একটি পরিবারকে শক্তিশালী করি।
ডাঃ ইপ্সিতা নাগ বলেন, “এমন একটি সমাজ গঠন করা আমাদের দায়িত্ব যেখানে নারীদের সমান সুযোগ, সম্মান ও মূল্যবোধ থাকবে। তিনি এই আন্তর্জাতিক দিবসে নারী ও পুরুষ উভয়কেই অভিনন্দন জানান কারণ লিঙ্গ সমতা আমাদের অভিন্ন লক্ষ্য।”
বিশ্বজিৎ ঘোষ বলেন, “আন্তর্জাতিক নারী দিবস শুধু প্রশংসার দিন নয়, এটি একটি অনুস্মারক যে সমান অধিকারের জন্য লড়াই প্রতিদিন চলতে হবে।”
এদিন হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর চ্যাপ্টারের মহিলা গ্রুপের আহ্বায়ক কল্যাণী ভান্ডারী, অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং দুর্গাপুর চ্যাপ্টারের মহিলা সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন যে “আমাদের সকলের উচিত আমাদের চারপাশের মহিলাদের সমর্থন, উত্থান এবং ক্ষমতায়নের প্রতিশ্রুতি নিন-শুধু আজ নয়, প্রতিদিন।”