জলের দাবিতে দুর্গাপুরে মহিলাদের পথ অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৯এপ্রিলঃ
পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বাসিন্দাদের একাংশ। ঘটনাটি ফরিসপুর(লাউদোহা) থানার ইছাপুর পঞ্চায়েতের সরপী মোড় এলাকার।
পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার বেলা ১০টা ৩০ থেকে প্রায় ঘন্টাখানেক সরপী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় অফিস পাড়ার মহিলাদের একাংশ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে। অবরোধকারীদের অভিযোগ , এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর (PHE) কল থাকলেও দু-তিন মাস সেই কলে জল আসছে না। গ্রীষ্ম শুরু হতে এলাকায় পুকুর, কুঁয়োর জলস্তর শুকিয়ে গেছে। কলে জল না পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। দূর এলাকা থেকে জল আনতে হচ্ছে। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি সমস্যার। তাই এদিন রাস্তা অবরোধ করা হয় বলে জানান বিক্ষোভকারীরা। অবরোধের জেরে দীর্ঘক্ষন রাস্তায় যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন p.h.e. আধিকারিক কৌশিক মন্ডল। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন। দু-তিন দিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেন তিনি। এরপরে ওঠে অবরোধ। এদিকে দুর্গাপুর ফরিদপুর
পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সন্দীপ ব্যানার্জি জানান আগে এলাকায় জল সরবরাহ পর্যাপ্ত ছিল। কিন্তু সম্প্রতি বাড়ি-বাড়ি কলের সংযোগ দেওয়ার পর সমস্যা তৈরি হয়। ভোটের আচরণবিধি থাকায় ট্যাঙ্কারের করে জল সরবরাহ বন্ধ রয়েছে। আচরণবিধি উঠলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি।