দুর্গাপুরে বাঁশকোপা শিল্পতালুকে বিষাক্ত গ্যাসে মৃত্যু শ্রমিকের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুনঃ
সাত সকালে কারখানার ভেতর বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল এক শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁশকোপা শিল্পতালুকে। মৃতের নাম ধর্মেন্দ্র যাদব(৪২)। মৃত ওই শ্রমিক কুলটির নেহেরু পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কারখানার অন্যান্য শ্রমিকদের মধ্যে।
মৃত শ্রমিকের খুড়তুতো ভাই ভীম যাদব জানান যে, আজ সোমবার ভোরে ধর্মেন্দ্র যাদব শৌচকর্মের জন্য কারখানার শৌচাগারে যান। কারখানার শৌচাগারের সামনে দিয়ে ব্লাস্ট ফার্নেসের কাজে ব্যবহৃত বিষাক্ত গ্যাসের একটি পাইপ লাইন গেছে। সম্ভবতঃ সেই পাইপ লাইন লিক করে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ধর্মেন্দ্র যাদবের। শুধু তাই নয় ওই বিষাক্ত গ্যাসে কারখানার ভেতর একটি সারমেয়রও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অন্যান্য শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
এদিকে ওই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছন আসানসোল পুরসভার ৬৫নং ওয়ার্ডের পুরপিতা আখতার হোসেন। তিনি বলেন কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারনে কারখানার ভেতর শ্রমিকদের এভাবে মৃত্যু হয়। তিনি ওই মৃত শ্রমিকের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।
এদিকে শ্রমিকের এ হেন মৃত্যু নিয়ে কোনো কথাই বলতে চাননি কারখানা কর্তৃপক্ষ।