অন্ডালে খনি গর্ভে কেবেল চাপা পড়ে জখম শ্রমিক
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩১ জানুয়ারীঃ
কেবেল চাপা পড়ে আহত হলেন এক শ্রমিক। সোমবার সকালে ঘটনাটি ঘটে শ্যামসুন্দর কোলিয়ারি খনি-তে। আহত শ্রমিকের নাম নিত্যগোপাল গড়াই।
সোমবার সকাল সাড়ে আটটায় শ্যামসুন্দরপুর কোলিয়ারির খনি গর্ভে কেবেল চাপা পড়ে আহত হন নিত্যগোপাল গড়াই নামে এক শ্রমিক। খনি-র নিচে কাজ করার সময় দেওয়ালে টাঙিয়ে রাখা কেবেল আচমকাই ঐ শ্রমিকের উপর পরে যায়। নিত্যগোপাল বাবুর মাথা, ঘাড় ও পায়ে আঘাত লাগে বলে সহকর্মীরা জানান। আহত শ্রমিককে দ্রুত উপরে তুলে আনা হয়। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে আসেন বাকোলা এরিয়ার সেফটি অফিসার রজত দত্ত। তিনি খনির নিচে নেমে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্ঘটনা প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া তার থেকে পাওয়া যায়নি।