অন্ডালে করোনা ভাইরাসকে মাতৃরূপে পুজো
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫জুনঃ
মারণ রোগ করোনা ভাইরাসের দাপটে যখন গোটা বিশ্ব কাঁপছে, ঠিক সেই মুহূর্তে পশ্চিম বর্ধমান এলাকার কিছু অন্ধ বিশ্বাসী মানুষ “করোনা ভাইরাস” কে মাতৃরূপে পুজো করলেন ।
একবিংশ শতাব্দীর এই বিজ্ঞানের যুগেও মানুষ কুসংস্কারো ও অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন । তার প্রমাণ মিলল অন্ডালের সিংহারন নদীর তীরে “করোনা ভাইরাস” কে মাতৃরূপে পুজো করতে দেখে ।
“করোনা” পূজা করতে আসা এক মহিলা জানান ,দুজন দিনমজুর মহিলা সিংহারন নদীর তীরে গরুর জন্য ঘাস কাটছিলেন।হঠাৎ একটা গাইগরুকে দেখে ভয় পেয়ে পালাতে থাকেন। তারা বলেন ঠিক সেই মুহূর্তেই ওই গরুটি একটি নারী রূপ ধারণ করেন , এবং জানায় আমি “করোনা” মা পুজো করলেই আমি চলে যাব। আমার পুজো হচ্ছে না বলেই আমি রুষ্ট তাই সকলকে কষ্ট দিচ্ছি । “করোনা” মা তার পূজোর বিষয়ে বিশেষ উপাচারে করবার পদ্ধতি ও বলে গিয়েছেন বলে জানান মহিলা ।
আর তাই তার আদেশ মতো তারা এই নদীর তীরে এসে সকাল থেকেই “করোনা” মা কে সন্তুষ্ট করার জন্য পূজা-অর্চনা করছেন। তাদের বিশ্বাস পুজো পেলেই “করোনা” মা এই সংকট থেকে সকলকে মুক্তি দেবেন ।
যদিও এ বিষয়ে বিজ্ঞান মঞ্চের দাবি এটা একটা অন্ধ বিশ্বাসের ঘটনা ।তবে যাই হোক করোনা কালে “করোনা ভাইরাস” কে মাতৃ রূপে পূজা করতে দেখে এলাকায় একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।