নেতাজিকে শ্রদ্ধা জানাতে দুর্গাপুরে যোগাসন প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ২৩ জানুয়ারি:
সংবাদদাতা: প্রণয় রায়
নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজী ভবন ও পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে ইস্পাত নগরীর নেতাজী ভবনে এক বিশাল যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন যোগাসন কেন্দ্রের শিক্ষার্থী এই যোগাসন প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতাকে ঘিরে শিশু, কিশোর, তরুণ তরুণীদের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ্য করা যায়। নেতাজীর মর্মর মূর্তিতে মাল্য দান করে প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। এছাড়াও নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পন করেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় ছাড়াও ইন্ডিয়ান যোগা ফেডারেশন এর সম্পাদক মৃণাল চক্রবর্তী সহ অ্যাসোসিয়েশান কর্মকর্তারা।
এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন দুর্গাপুর নগর নিগম এর প্রশাসনিক প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়।
অ্যাসোসিয়েশনের এর সম্পাদক সুব্রত রায় জানান নেতাজী ভবনের সহযোগিতায় দীর্ঘদিন দিন ধরে নেতাজী ভবনে নেতাজী সুভাষ চন্দ্রের জন্মদিনে এই যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।
সুব্রতবাবু আরও জানান এই প্রতিযোগিতায় নটি বিভাগে তিনশ পঞ্চাশ জনেরও বেশী প্রতিযোগী অংশ নিয়েছে।
অ্যাসোসিয়েশান এর কোষাধ্যক্ষ তরুণ মুখার্জি জানান আগে নেতাজীর জন্মদিন উপলক্ষে নেতাজী ভবনে দেহসৌষ্ঠব ও যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে শুধুমাত্র যোগাসন প্রতিযোগিতাই অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।