স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে দুর্গাপুরে আত্মঘাতী যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩এপ্রিলঃ
গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। শনিবার ঘটনাটি ঘটে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত গৌরবাজার গ্রামে। মৃত যুবকের নাম পার্থ দাস (২১)।
শনিবার সকালে গৌরবাজার গ্রামের পশ্চিম পাড়ায় বাগান থেকে উদ্ধার হয় পার্থ দাস নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। মৃতের বাবা ব্যোমকেশ দাস জানান, মাস ছয়েক আগে পার্থ ভালোবেসে বিয়ে করে বীরভূমের দুবরাজপুর একটি মেয়েকে। বিয়ের পর থেকেই বাড়িতে ছেলে বৌমার মধ্যে শুরু হয় অশান্তি। অশান্তির কারণে আগেও একবার ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানান ব্যোমকেশ বাবু। বৌমার প্ররোচনাতেই ছেলে আত্মঘাতী হয়েছে বলে দাবি তাঁর। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠায় পুলিশ । তবে এখনো পর্যন্ত মৃতের পরিবারের পক্ষে লিখিত কোনো অভিযোগ করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।