জাতীয় সড়কের ধারে যুবতীর মৃতদেহ, মৃত্যু ঘিরে রহস্য
আমার কথা, কাঁকসা, ১৫ মার্চঃ
জাতীয় সড়কের ধার থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হল সাত সকালে। শুক্রবার সকালে ৯টা নাগাদ বুদবুদের কোটা মোড়ের কাছে পানাগড় সেনা ছাউনির ৩নং গেটের কাছে পথচারীদের নজরে আসে বছর আঠাশ উনত্রিশের এক যুবতীর দেহ পড়ে রয়েছে। সাথে সাথে তাঁরা খবর দেন পুলিশকে। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। যান কাঁকসা এসিপি সুমন জয়সওয়াল। এসিপি জানান, প্লাস্টিকে ঢাকা ছিল যুবতীর দেহটি, গলায় রয়েছে ফাঁসের দাগ। যুবতীর নাম পরিচয় জানা যায়নি। তাই নাম পরিচয় জানার জন্য ওই যুবতীর ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যুবতীকে খুন করে জাতীয় সড়কের ধারে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃত্যুর কারন জানতে তদন্ত শুরু করেছে, সাথে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।