চুরুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু, পুলিশ ক্যাম্পে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান (জামুড়িয়া), ২২মেঃ
একটি ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকা। মৃতদেহ চুরুলিয়া পুলিশ ক্যাম্পের সামনে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত যুবকের আত্মীয় পরিজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়।
জানা গিয়েছে, শনিবার জামুড়িয়ার চুরুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে একটি বাইকে। ওই বাইকে তিনজন আরোহী ছিল যার মধ্যে বান্টি বাউড়ি(১৮) নামে ওই যুবকও ছিল। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেখানেই মৃত্যু হয় বান্টির। এরপরেই বান্টির মৃতদেহ নিয়ে রবিবার চুরুলিয়া পুলিশ ক্যাম্পের সামনে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ট্রাক্টরের মালিক এক লক্ষ টাকা পর্যন্ত্য ক্ষতিপূরণ দিতে রাজী হলেও বিক্ষোভকারীরা তাতে রাজী হয়নি। তাঁরা আরো বেশী টাকা দাবি করতে থাকেন। পরে পুলিশ বিষয়টি দেখার আশ্বাস দিলে বিক্ষোভ দেখানো বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। এদিকে ঘাতক ট্রাক্টর ও তার চালককে আতক করেছে পুলিশ।