কুলটিতে সেইলের কারখানায় সিআইএসএফ এর মারে মৃত্যু যুবকের, জখম আরো এক
আমার কথা, আসানসোল, ৯ সেপ্টেম্বরঃ
কুলটিতে সেইল গ্রোথ ওয়ার্কস কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে সি আই এস এফ এর হাতে বেধড়ক মার খে্যে মৃত্যু হল এক যুবকের। সাথে আহত হয়েছে আরো এক যুবক।জানা যায় কুলটি এল সি মোড় ১২নম্বর লোকো লাইন গেটের সামনে পড়ে থাকতে দেখে দুই ব্যাক্তিকে। ঘটনার খবর দেওয়া হয় কুলটি থানার পুলিশকে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ দুজন উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ পরিবার ও স্থানীয়দের ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। মৃত ব্যাক্তির নাম বিকি রুইদাস, ও আহত ব্যাক্তির নাম লডন। দুজনেই কুলটি থানা এলাকার বাসিন্দা। যদিও মৃত ও আহত ব্যাক্তির পরিবারের দাবি তাঁরা চুরি করতে যায়নি। আহত ব্যাক্তি চিকিৎসাধীন জেলা হাসপাতালে বলে জানা যায়। এই ঘটনাতে সামনে অবস্থানে বসলেন কুলটির বিজেপির বিধায়ক অজয় পোদ্দার অপরদিকে এই ঘটনার প্রতিবাদে উঠে নামলেন জল ঘোলা করতে তৃণমূলের নেতৃত্ব তৃণমূলের এম এম আই সি তথা কুলটি ব্লকের মহিলা সভানেত্রী। ইন্দ্রানী মিশ্র ও অন্যান্য কাউন্সিলররা তাদের দাবি সিআইএসএফ কে এই কর্মের জন্য শাস্তি দিতে হবে সাথে মৃতের পরিবারকে চাকরি দিতে হবে।