তরুণ প্রজন্মকে নেশার হাত থেকে বাঁচাতে সরাসরি অভিষেককে নালিশ দুর্গাপুরের যুবকের
আমার কথা, পানাগড়, ১৭ মেঃ
দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে নিত্যদিন বাড়ছে নেশার কারবার। তরুণ প্রজন্ম নেশাগ্রস্থ হয়ে থাকছে দিবারাত্রি।
প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাই এবার দুর্গাপুর থেকে বাসে চেপে মঙ্গলবার এই বিষয়ে নালিশ জানাতে পানাগড় পৌঁছোন দুর্গাপুরের বাসিন্দা পেশায় একটি বেয়াসরকারী খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয় আকবর আলী।
মঙ্গলবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচীতে পানাগড়ে এসে পৌঁছোন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, গুরুদ্বারে আসেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।
বিশেষ ভাবে সক্ষম আকবর আলী সবাইকে অনুরোধ করে কোনো মতে পৌঁছে যান অভিষেকের কাছে।
অভিষেক তাকে দেখে তার কথা শোনেন মাটিতে বসেই।
অভিষেকের কাছে তিনি বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেককেই তিনি জানিয়েছেন। কিন্তু কিছুই কাজ হয় নি। তাই তরুণ প্রজন্মকে নেশার হাত থেকে বাঁচাতে সরাসরি অভিষেকের কাছেই নালিশ জানান আকবর।
অভিষেক ব্যানার্জি তার কথা শুনে তাকে আশ্বাস দেন দ্রুত তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন।