দুর্গাপুরে ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল ২ দুষ্কৃতি

আমার কথা, দুর্গাপুর, ৩০ মার্চঃ
ডাকাতির আগে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুই দুষ্কৃতি। ধৃতদের আদালতে পেশ করা হলে তাঁদের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সুত্রে জানা গিয়েছে শনিবার রাত ১১টা ৪৫ নাগাদ দুর্গাপুর থানার টহলরত পুলিশের গাড়ি আমরাই মোড়ে পৌঁছলে, আমরাই নীল ডাঙ্গা মাঠের পাশে ঝোপের ধারে একটি চারচাকার গাড়ি দাঁড় করানো রয়েছে। লক্ষ্য করা যায় গাড়ির পাশেই ৫-৬ জন সন্দেহজনক যুবক নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত। পুলিশ দেখেই তাঁরা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে দুজন ধরা পড়ে আর বাকিরা পালিয়ে যায়। ধৃতরা হল সাহেব আনসারী(২৫) ও রাজু সেখ(২২)। সাহেব এ-জোনের পাওয়ার হাউস বস্তির বাসিন্দা ও রাজু রানীগঞ্জের ঈদগাপাড়ার বাসিন্দা। ধৃতদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একনলা দেশী বন্দুক, একটি ধারালো অস্ত্র, কিছু । পুলিশ গাড়িটিও আটক করেছে। পুলিশী জেরায় ধৃতরা স্বীকার করে নেয় যে তাঁরা অপরাধ সংগঠিত করার উদ্ধেশ্যে একত্রিত হয়েছিল। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।