অপরাধ দমনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে কাঁকসায় প্রশাসনিক বৈঠক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ নভেম্বরঃ
কাঁকসায় চুরি ডাকাতি রুখতে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।সেই কারণে বৃহস্পতিপার কাঁকসা থানায় সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ, এবং কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ অধিকারিকরা। এদিন বৈঠকে স্থির হয় আগামী ২৩ তারিখের মধ্যে সমস্ত সোনার দোকানে সিসিটিভি লাগিয়ে নিতে হবে।যাতে আগামী দিনে চুরির ঘটনা ঘটলে তদন্তের ক্ষেত্রে অপরাধীদের ধরতে অনেকটাই সুবিধা হবে পুলিশের।
প্রসঙ্গত: গত এক মাস আগে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।
স্বর্ণ ব্যবসায়ীর হাতে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে ব্যাগ ভর্তি গয়না লুট করে নিয়ে যায় ডাকাতের দল। ডাকাতির ঘটনার সাত দিনের মাথায় ধরা পড়ে ডাকাতের দল।
কাঁকসা থানার পুলিশ রাতভর টহল দিলেও পুলিশের টহলদারী রাতে আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
এছাড়াও বৃহস্পতিবার বিকালে কাঁকসা থানায় কাঁকসার সমস্ত পেট্রোল পাম্পের মালিকদের নিয়েও এদিন সুরক্ষার বিষয় নিয়ে গুরুত্বপূর্ন একটি বৈঠক করেন পুলিশ আধিকারিকরা।