গৃহবধূর রহস্য মৃত্যু, গ্রেফতার শ্বশুরবাড়ির ৪ জন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ নভেম্বরঃ
পাণ্ডবেশ্বরে গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় চার জনকে গ্রেফতার করলো পান্ডবেশ্বর থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় বুধবার মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে ৭দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
জানা গেছে ২২বছর বয়সী রেণুকা বাদ্যকরের বিয়ে হয়েছিলো পাণ্ডবেস্বরের রামনগরের বাসিন্দা সমীর বাদ্যকরের সাথে। সমীর বাদ্যকর পেশায় গ্যারেজ মিস্ত্রি। তাদের এক বছরের একটি সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে মৃতার উপর অত্যাচার চালাতো শশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। বুধবার মৃতার পরিবারের সদস্যরা রেণুকা বাদ্যকরকে হাসপাতালে ভর্তির খবর দেওয়া হলে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।
মৃতার পরিবারের সদস্যেরা অভিযোগ তুলেছেন রেণুকা বাদ্যকরকে হত্যা করা হয়েছে।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্বশুর বাড়ির ৪জনকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।