ফের কাঁকসায় ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ৩ মেদিনীপুরের বাসিন্দা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯ ডিসেম্বরঃ
বৃহস্পতিবার ভোর রাত্রে গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক দ্রব্য সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই তিন ব্যক্তি মেদিনীপুরের বাসিন্দা। বিপুল পরিমাণে মাদক নিয়ে তারা মেদিনীপুর এলাকায় সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। একটি গাড়ি করে বীরভূমের ইলামবাজার থেকে সেই মাদক নিয়ে মেদিনীপুর যাওয়ার পথে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের হাসপাতাল মোড় এর কাছে আন্ডারপাসের নিচে কাঁকসা থানার পুলিশ গাড়িটিকে আটকে তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য বাজেয়াপ্ত করে। আটক করা হয় একটি গাড়ি, বাজেয়াপ্ত হওয়া প্রায় ১৭৫ গ্রাম বাউন সুগার যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃত আব্দুল রহিম খান, রাজকুমার দাস,ও মেঘনাথ রায়কে গ্রেফতার করে পুলিশ।ধৃতরা সকলেই মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেফতার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পুলিশি হেফাজত চেয়ে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
ঘটনার তদন্তে নেমে আরো এই ঘটনার সাথে কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।